Latest
Mission and Vision | Technical Youth Training Centre

প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

বর্তমান বিশ্বের বিশেষ করে উন্নয়নশীল দেশ গুলিতে কারিগরি শিক্ষার গুরুত্বপূর্ণ কথা বিবেচনা বর্ণিত লক্ষ্য ও উদ্দেশ্য সমুহকে বাস্তবায়েনের জন্য অত্র প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

  • ১. যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার ও অদক্ষ জনসমষ্টিকে বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে গড়ে তোলা।

  • ২. বিভিন্ন স্তরের শিক্ষিত বেকার ও উচ্চতর শিক্ষায় ভর্তির সুযোগ বঞ্চিত যুবক/যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদের রূপান্তর করা।

  • ৩. বর্তমান বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে সময়োপযোগী উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ প্রযুক্তি বিশেষজ্ঞ গড়ে তোলা।

  • ৪. আন্তর্জাতিক ক্ষেত্রে দেশীয় প্রযুক্তি প্রসার ঘটানোর লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা।

  • ৫. প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের আত্বাকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাংকের ঋণের সুযোগ সৃষ্টি এবং দেশ বিদেশে কর্মসংস্থানের জন্যে সার্বিক সহযোগিতা প্রদান করা।

  • ৬. বেকার ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ শেষে যৌথভাবে ব্যাংক ঋণের ও সরকারী সহযাগীতায় দেশীয় উৎপাদন মূখী প্রজেক্ট/শিল্প স্থাপন করা।

  • ৭. দেশের বেকার গরীর ও স্বল্প আয়ের লোকের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা।

  • ৮. আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ এবং দরিদ ও মেধাবী প্রশিক্ষণার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা।

  • ৯. বেকার ছাত্র/ছাত্রীদের প্রশিক্ষণ নিয়ে শহরে, গ্রামগঞ্জ ব্যাপকভাবে ক্ষুদ্র শিল্প ব্যবসা প্রতিষ্ঠান করা।

  • ১০. বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষতা ও চাকরির সুযোগ বৃদ্ধির মাধ্যমে দরিদ্র বিমোচন দুর করা।

For More Information

Please call us at 01730-474949, 01730-474948, or Email us at Click here

Join us on Facebook